ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮৮ ফিলিস্তিনিরসরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য দিতে হবেভারত থেকে দেশের পথে ৯০ জেলে, হস্তান্তর প্রক্রিয়া সম্পন্নচিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: মির্জা ফখরুলউষ্ণভাব আরও দু-তিন দিন, বৃহস্পতিবার থেকে বাড়বে শীত
No icon

সকালে সন্ধ্যা নেমে এলো ঢাকায়, নামল স্বস্তির বৃষ্টি

ভোর থেকে ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। সকাল ৭টার আগেই আকাশ কালো মেঘে আকাশ ঢেকে যায়। দেখে মনে হচ্ছিল সকালেই নগরীতে সন্ধ্যার আধার নেমে এসেছে। এর পর শুরু হয় তুমুল বৃষ্টি হয়। আর এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মীজীবীরা।এর আগে শুক্রবার মোটামুটি ঢাকার আবহাওয়া শুষ্কই ছিল। আজ শনিবার ঢাকাসহ দেশের ছয় বিভাগের বেশিরভাগ জায়গায় যে বৃষ্টি হবে, এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার রাজশাহী ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি ছিল। তবে গত কয়েকদিনের তুলনায় শুক্রবার বৃষ্টির পরিমাণ ছিল কম।আজ শনিবার সকাল থেকে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হচ্ছে।