কুয়াশার ঘনত্ব কমে সূর্যের দেখা মেলায় রোববার তাপমাত্রা বেড়েছে দেশের অনেক অঞ্চলে। ছিল না হাড় কাঁপানো বাতাস। সব মিলিয়ে তিন দিন ধরে চলা তীব্র শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের। পৌষের শেষে ঢাকায় যে উষ্ণতা অনুভূত হচ্ছে, তা আরও দু-তিন দিন থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আগামী দুই থেকে তিন দিন ঢাকায় দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। অর্থাৎ, আগামী বুধবার পর্যন্ত বাড়বে। পরদিন থেকে আবার তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে। তবে সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কয়েক দিন ধরে ঢাকায় তীব্র কুয়াশা আর শীত অনুভূত হচ্ছিল। এর মধ্যে গত শনিবার উঁকি দেয় রোদ, যার দেখা মিলেছে পরদিনও; বেড়েছে তাপমাত্রাও। ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস; পরদিন সকালে তা দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সামান্য বাড়তে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা।
আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আগামী বৃহস্পতিবারের পর দেশের দুয়েক জায়গায় এটি দেখা দিতে পারে।রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সেখানে ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমালয়ের কোলঘেঁষা জেলাটিতে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। সাধারণত তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে ধরা হয়। এ ছাড়া গেল ২৪ ঘণ্টায় যশোরে ১০ দশমিক ৬, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আকাশ ও নৌপথের পরিস্থিতি
ঘন কুয়াশার কারণে ঢাকার পরিবর্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে আন্তর্জাতিক দুটি ফ্লাইট। রোববার সকালে ফ্লাইট দুটি অবতরণ করে। প্রায় দুই ঘণ্টা পর কুয়াশা কেটে গেলে তা ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, কুয়াশার কারণে সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা ইউএস-বাংলার বিএস-৩৩৪ নম্বর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে ওসমানীতে অবতরণ করে। এ ছাড়া ৭টা ৪০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে চীন থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল।এদিকে আরিচা-কাজিরহাট রুটে গত শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত সাড়ে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পাটুরিয়া-দৌলতদিয়া রুট বন্ধ ছিল সাড়ে ৯ ঘণ্টা।বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, শনিবার রাত ১১টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এতে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।