শিক্ষক সংকট দীর্ঘায়িত, শূন্য থাকবে ৪০ হাজারের বেশি পদঝড়বৃষ্টির শঙ্কায় নদীবন্দরে সতর্কতা সংকেতগাজায় হত্যাযজ্ঞে আরও ৭৮ ফিলিস্তিনির মৃত্যুকরোনার উচ্চ ঝুঁকিতে চার রোগে আক্রান্তরাফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: মির্জা ফখরুল
No icon

সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য দিতে হবে

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত সরকারি কলেজের শিক্ষকদের সম্পদ বিবরণী সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশ দিয়েছে।নির্দেশে বলা হয়েছে, সরকারি কলেজের শিক্ষকদের সম্পদ বিবরণী সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা দিতে হবে এবং প্রাপ্ত সম্পদ বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে (আইনানুযায়ী সবাই কর্মচারী) প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত ছকে (ফরম) নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। সারাদেশে ১৫ লাখের মতো সরকারি কর্মচারী আছেন।