নন-এমপিও শিক্ষকদের মানবেতর জীবনযাপনঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রীভূমিকম্প হয়, আলোচনা হয়, প্রস্তুতি নেওয়া হয় নাপেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি শ্যাভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‌‍ ‘সেনাবাহিনী পদক’পেলেন সেনাপ্রধান
No icon

ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে নিজ দেশে ফিরে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সেখানে উপস্থিত ছিলেন। ঢাকা ছাড়ার প্রাক্কালে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।​এই সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা এবং ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিনি সরকারের অন্যান্য উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।এর আগে, গত শনিবার (২২ নভেম্বর) রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেন শেরিং টোবগে। সেদিন সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে টোবগেকে লালগালিচা অভ্যর্থনা জানান। এ সময় তাকে গার্ড অব অনার ও দেওয়া হয়।