এই অভিনেতা ১৯৮৬ সালের ১৩ মে লন্ডনে জন্ম নেন। মা ক্লারা মডেলিং এজেন্সিতে কাজ করতেন। বাবা রিচার্ড গাড়ির ব্যবসায়ের পাশাপাশি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। বাবার সঙ্গে থিয়েটারের নাটক দেখতে গিয়েই অভিনয় নিয়ে প্রথম অভিজ্ঞতা হয়। যে কারণে শৈশব থেকেই চাইতেন অভিনয় করে যেতে। এই অভিনেতা কিশোর বয়স থেকেই নানাভাবে চেষ্টা করেন অভিনয় করে যেতে। প্রথম তিনি ‘ম্যাকবেথ’-এ অভিনয়ের সুযোগ পান। সেখানে কয়েক বছরে তেমন কোনো ভালো সুযোগ আর না পেয়ে পরে নাম লেখান মডেলিংয়ে। পাশাপাশি টিভি পর্দায় টুকটাক কাজ করতে থাকেন।
মাত্র ১২ বছর বয়সে তিনি মডেলিংয়ে নাম লেখান। বারবার ব্যর্থ হন। শুনতে হয় নানা কথা। ২০০৮ সালে এক সাক্ষাৎকারে প্যাটিনসন জানান, উচ্চতার কারণে তাঁকে দেখতে নাকি অনেকটাই মেয়েদের মতো মনে হতো। যে কারণে তাঁকে নিয়ে এজেন্সিগুলো হেয় কথাবার্তা বলত। এখানে দীর্ঘ চেষ্টায় তিনি কোনো সফলতা পাননি। মডেলিংয়ে ব্যর্থ হয়ে চাকরির চেষ্টা করেন। সেখানেও তাঁকে অনেকেই মনে করতেন সমকামী। কেউ কেউ মনে করতেন মেয়ে। যে কারণে তাঁর কোনো চাকরিই করা হয়নি। বলা ভালো, চাকরি হয়নি।
ক্যারিয়ার নিয়ে যখন দোলাচলে, সেই সময়ে ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ চলচ্চিত্রে সেডরিক ডিগরি চরিত্রে অভিনয়ের সুযোগ পান। পরে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ‘টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজিতে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কুলেনের চরিত্রে অভিনয় করে সবার নজরে আসেন। আর পেছনে তাকাতে হয়নি। সেই সময়ে তাঁর অভিনীত কাজগুলো বিশ্বব্যাপী ৩০০ কোটি ডলার আয় করে। এই সাফল্য রবার্ট প্যাটিনসন মাত্র কয়েক বছরে সবচেয়ে বেশি আয় করা এবং ধনী হলিউড তারকার কাতারে নাম লেখান। ২০১০ টাইমস সাময়িকীর ১০০ প্রভাবশালীর কাতারে নাম ওঠে। ফোর্বস সাময়িকীর বিশ্বের ১০০ প্রভাবশালী তারকার মধ্যে তিনি সহজে জায়গা করে নেন।