বছরের শেষ দিন ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তায় ভিন্ন দাবিবিদায় ২০২৫: দিনবদলের আশ্বাসে এল নতুন বছরবাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪, আহত ১৫কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড
No icon

যুক্তরাষ্ট্রে নগর বাউলের কনসার্ট

রকস্টার ব্যান্ড নগর বাউলের কিংবদন্তি সংগীতশিল্পী জেমস এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে একটি বিশাল কনসার্টে অংশ নেবেন তিনি। জানা গেছে, আয়োজনের বিশালতায় বাংলাদেশি কোনো ব্যান্ড ও সংগীত তারকার জন্য এটি নতুন ইতিহাস হতে যাচ্ছে। আর সেই ইতিহাসের অংশ হতে পারেন এ রকস্টার। বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে তিনি গান করে চলেছেন আপন মনে। এখনো তার কনসার্টকে ঘিরে দর্শকদের উৎসব নামে।