
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে আজ শুক্রবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবেশী দুই দেশ- বাংলাদেশ ও ভারতের মধ্যে নানা ইস্যুতে টানাপড়েনের মধ্যে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে আগেই চিঠি দিয়ে বৈঠকটির আয়োজন করা হয়েছে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বৈঠক হতে যাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে ড. ইউনূস এবং মোদির মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তাদের সফরসূচির মধ্যে ভিন্নতা থাকার কারণে বৈঠকটি তখন হয়নি। পরবর্তীতে ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন।তবে ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় উদ্বেগের কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব বিষয় সামনে রেখে ব্যাংককে এই বৈঠকটি নতুন একটি যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও দিল্লির সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে দুই দেশের সম্পর্ক নিয়ে নানা টানাপড়েন শুরু হয়। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। মোদি দেশে চলে আসার পর ইউনূস নিউইয়র্কে পৌঁছেছিলেন। অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের সাত মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। যদিও ক্ষমতা গ্রহণের পর মোদি ইউনূসকে অভিনন্দন জানিয়েছিলেন এবং গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদি অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান।বিমসটেক সম্মেলনে দুই নেতার মধ্যে বৈঠক না হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। পরে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের অনুষ্ঠানে পাশাপাশি বসার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে।