এক দশক পর আবারও পর্দায় ফিরতে চলেছেন বলিউডের চকলেট বয় খ্যাত অভিনেতা ইমরান খান। জানা গেছে, এই ১০ বছর ইমরানের কাছে অনেক ব্র্যান্ডের অফার গিয়েছে। কিন্তু ইচ্ছা করেই তা ফিরিয়ে দিয়েছেন এ অভিনেতা। কিন্তু কেন এ সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরান তা পরিষ্কার করেননি। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুললেন ইমরান। এসময় তিনি বলেন, ‘কাট্টি বাট্টি ফ্লপ করার পরই যে এই সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা নয়। তবে ধীরে ধীরে অনুভব করেছিলাম। আমি টাকা উপার্জন করছিলাম ঠিকই, কিন্তু আগ্রহ পাচ্ছিলাম না। আমি ঠিক করে নিয়েছিলাম যে ছবির গল্প শুনে মনে হবে যে আমি এটা বিনামূল্যেও করতে রাজি ততক্ষণ আর ছবি করব না।’
তিনি আরও বলেন, ‘আমি যখন টানা কাজ করছিলাম আমার পিআর, ম্যানেজার, ইত্যাদি সব ছিল। কিন্তু যখন ঠিক করলাম এসবের থেকে দূরে থাকব সব ছেড়ে দিই। আমি পাবলিক ডোমেনে থাকতেই চাইনি। আমি এই ১০ বছর না থাকার পর মানুষের আমায় নিয়ে কতটা কিওরিসিটি আছে সেটা দেখতে চেয়েছিলাম। এই সময়ে অনেক ব্র্যান্ড এসেছে আমার কাছে। কিন্তু সবাইকে ফিরিয়ে দিয়েছি। আমি চাইনি কেউ বলুক যে আমি টাকার জন্য ফিরেছি।’
তবে এই দীর্ঘ বিরতির কারণে হতাশায় ভুগেছেন এ অভিনেতা। এমনকি ডিপ্রেশনের কারণে চিকিৎসকের শরণাপন্নও হয়েছেন তিনি। এ প্রসঙ্গে ইমরান বলেন, 'ধীরে ধীরে অনুভব করি বিষয়টা। বুঝতে শুরু করি যে ঠিক নেই আমি। কষ্ট হচ্ছে। ডাক্তার দেখানো উচিত। আর এটা অনুভব করার পরই খুব ভয় হতে লাগল। দুশ্চিন্তা হতে থাকল। এরপরই থেরাপি শুরু করি।'
দ্য নিউজ