অভিনেত্রী মনীষা কৈরালা সালমান থেকে শাহরুখ, আমির- বলিউডের প্রথম সারির সব নায়কদের সঙ্গে কাজ করেছেন এ অভিনেত্রী। একের পর এক ভাল চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি। অনেক স্বপ্নই পূরণ হয়েছে তাঁর, তবে জীবনে একটা আক্ষেপ আজও তাড়া করে বেড়ায় মনীষাকে। ২০১২ সালে জরায়ু ক্যানসারে আক্রান্ত হন মনীষা। সে সময় ক্যানসারে আক্রান্ত হয়ে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, ক্যানসারে আক্রান্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। গ্রাস করেছিল একাকিত্বও। এমনকি এই ক্যানসার তার থেকে কেড়ে নিয়েছে মা হওয়ার স্বপ্নও। ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে মা ডাক শোনা হল না তাঁর।
সম্প্রতি এই হতাশার কথা জানিয়ে করে মনীষা বলেন, ‘আমার জীবনে কোথাও না কোথাও অসমাপ্ত ঘটনা পড়ে আছে। বয়স বাড়ার সাথে সাথে আপনি আপনার বাস্তবতা গ্রহণ করেন। এমন অনেক স্বপ্ন রয়েছে যা আপনি বুঝতে পারবেন না এবং আপনি সেটির সাথে সমঝোতা করে নেবেন। মাতৃত্ব তার মধ্যে অন্যতম। ডিম্বাশয়ের ক্যানসার হওয়া এবং মা হতে না পারা কঠিন ছিল। কিন্তু আমি সেটা নিয়ে শান্তি স্থাপন করেছি। আর আমি বলেছিলাম যা চলে গেছে তা অতীত, আর আমার যা আছে তা দিয়েই আমার সেরাটা দিতে দাও’।এদিকে, ক্যানসারের জন্য এখন আগের গতিতে কাজ করতে পারেন না মনীষা। মানসিকভাবেও মাঝে মাঝে অস্বস্তি হয় তার। এ প্রসঙ্গে মনীষা বলেন, ক্যানসারের পর থেকে আমার শরীর কীভাবে মনে প্রভাবে ফেলে তা বুঝতে পারি। ‘হীরামান্ডি’ করার সময়ে আমার মেজাজ প্রায়ই খারাপ হত।’’
দ্য নিউজ / এন এ