পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ আর নয়, বাধ্যতামূলক হচ্ছে জলছাপদেশে ফিরেছেন প্রধান উপদেষ্টাঢাকায় ফেরার পথেও স্বস্তিরাশিয়ার হামলায় ইউক্রেনে ৬ শিশুসহ নিহত ১৮জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার
No icon

গল্পভাবনা নিয়ে আসছেন সায়েদ জামান শাওন ও সাদিয়া আয়মান

নতুন নাটক নিয়ে ঈদে হাজির হচ্ছেন সায়েদ জামান শাওন ও সাদিয়া আয়মান। বিশ্বজিৎ দত্তের গল্পভাবনা, আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। নাটকটি এনটিভিতে প্রচার হবে ঈদ আয়োজনে। পরবর্তীতে দেখা যাবে এনটিভি’র নাটক ইউটিউব চ্যানেলেও। শাওন বলেন, নাটকের গল্প রোমান্টিক, তবে অনেক আলাদা। আশা করছি ঈদে দর্শকদের ভালো লাগবে।