NEWSTV24
গল্পভাবনা নিয়ে আসছেন সায়েদ জামান শাওন ও সাদিয়া আয়মান
সোমবার, ০১ এপ্রিল ২০২৪ ২০:১০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

নতুন নাটক নিয়ে ঈদে হাজির হচ্ছেন সায়েদ জামান শাওন ও সাদিয়া আয়মান। বিশ্বজিৎ দত্তের গল্পভাবনা, আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। নাটকটি এনটিভিতে প্রচার হবে ঈদ আয়োজনে। পরবর্তীতে দেখা যাবে এনটিভি’র নাটক ইউটিউব চ্যানেলেও। শাওন বলেন, নাটকের গল্প রোমান্টিক, তবে অনেক আলাদা। আশা করছি ঈদে দর্শকদের ভালো লাগবে।