চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর আজ থেকেই : যুক্তরাষ্ট্রএসএসসি ঘিরে গুজব-প্রশ্নফাঁস ঠেকাতে ৩৫ দিন সব কোচিং বন্ধসব হাসপাতালে হচ্ছে সরকারি ফার্মেসি, কম দামে মিলবে ২৫০ রকম ওষুধবিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টাঢাকার বাতাসের মানে উন্নতি
No icon

ঈদের নতুন একটি নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা

ঈদের নতুন একটি নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। নাম ‘হৃদয় জুড়ে তুমি’। সিএমভি’র ব্যানারে বিশেষ নাটকের চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী আর নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। নির্মাতা জানান, এটা মূলত প্রেমের একটি গল্প। প্রেমিকার জন্য একজন প্রেমিক কী কী করতে পারে, সেই নজিরও থাকছে এতে। থাকছে প্রেমিক বনাম সন্ত্রাসী হবু স্বামীর মধ্যে অন্যরকম লড়াই। এতে তিশা অভিনয় করেছেন মুশফিক আর ফারহানের বিপরীতে। ‘হৃদয় জুড়ে তুমি’ উন্মুক্ত হতে যাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।