জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াইশীতে কাবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬ ডিগ্রিতেমাহাথির মোহাম্মদকে নেওয়া হয়েছে হার্ট ইনস্টিটিউটেভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজরোহিঙ্গা প্রত্যাবাসন কথা আছে, কাজ নেই
No icon

ঢাকায় আসছেন পাকিস্তানি কণ্ঠশিল্পী আয়মা বেগ

পাকিস্তানের বিখ্যাত কণ্ঠশিল্পী আয়মা বেগ ঢাকায় আসছেন। আগামী ১১ এপ্রিল তিনি বাংলাদেশের রাজধানীতে আসবেন এবং ইয়ামাহা মোটরসাইকেলসের একটি মেগা ইভেন্টে পারফর্ম করবেন।

২০১৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আয়মা বেগ। পরেবর্তীতে ধীরে ধীরে পাকিস্তানের অন্যতম সেরা পপ গায়িকায় পরিণত হন। 

তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, এবং ‘গ্রুভ মেরা’ তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।