পর্যটকদের সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞাওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ১৫ বছরের অপেক্ষা ফুরালপ্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিএনপির সংলাপবাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট, আজ শুনানিসারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি
No icon

অসহায় প্রেমিকের গল্পে মুশফিক আর ফারহান

দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফিরে হাসান টের পায় তার মনের মানুষ লিলি আর তার সঙ্গে নেই। বদলে গেছে অনেক। হাসান খুঁজতে থাকে দূরত্বের কারণ। এমনই অসহায় এক প্রেমিকের গল্প উঠে আসবে ‘তুই আমারই’ শিরোনামের নাটকে। সাদাত রাসেলের গল্পে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। এতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লিলি চরিত্রে সাদিয়া আইমান। ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।