পর্যটকদের সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞাওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ১৫ বছরের অপেক্ষা ফুরালপ্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিএনপির সংলাপবাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট, আজ শুনানিসারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি
No icon

গ্রেপ্তার বিগ বস কন্নড়’ খ্যাত অভিনেত্রী সোনু শ্রীনিবাস গৌড়া

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার, অভিনেত্রী এবং ‘বিগ বস কন্নড়’ খ্যাত সোনু শ্রীনিবাস গৌড়া আবারো আলোচনায়। তবে এবার বিপাকে পড়েছেন তিনি। আসলে সোনু শ্রীনিবাস গৌড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি মেয়েকে দত্তক নেয়ার সময় সঠিকভাবে নিয়ম অনুসরণ না করার অভিযোগ রয়েছে। শিশু কল্যাণ কমিটির এক কর্মকর্তা সোনুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। যার ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে।