গত সপ্তাহে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন দক্ষিণী চলচ্চিত্র অভিনেত্রী অরুন্ধতী নায়ার। গুরুতর আহত অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তাঁর অবস্থাও খুবই সংকটজনক। অভিনেত্রীর জন্য আর্থিক সাহায্যের আবেদন করা হচ্ছে তাঁর সহশিল্পী ও বন্ধুদের পক্ষ থেকে। যদিও তেমন সাড়া পাচ্ছেন না বলেই জানিয়েছেন তারা।
১৪ মার্চ একটি ভয়ানক সড়ক দুর্ঘটনায় আহত হন অরুন্ধতী। তারপরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৬ দিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এই অভিনেত্রী। তাঁর কিছু অস্ত্রোপচারও করতে হবে। যার জন্য তাঁর বন্ধু গোপিকা অনিল আর্থিক সাহায্য চেয়েছেন। পরিবারকেও দেখা গেছে তহবিল সংগ্রহের প্রচারের মাধ্যমে মানুষের কাছে অর্থ চেয়েছেন।