পর্যটকদের সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞাওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ১৫ বছরের অপেক্ষা ফুরালপ্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিএনপির সংলাপবাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট, আজ শুনানিসারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি
No icon

শাহরুখের ‘জাওয়ান’ ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পুরস্কার জিতে নিয়েছে

বলিউডের সম্মানজনক পুরস্কারগুলোর একটি ‘জি সিনে অ্যাওয়ার্ডস’। ১০ই মার্চ রাতে বসেছিল এ পুরস্কারের জমকালো আসর। এ আসরেই জয়জয়কার হলো শাহরুখ ও তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’র। এদিন ‘জাওয়ান’ ও ‘পাঠান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতার পাশাপাশি সেরা চলচ্চিত্র, গল্প, মিউজিক, ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সংগীত পরিচালক, অ্যাকশন, ডায়ালগ, সেরা গানের কথা সবকিছুর জন্যই শাহরুখের ‘জাওয়ান’ পুরস্কার জিতে নিয়েছে।