সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সৈয়দপুরে ঘন কুয়াশায় বিঘ্নিত বিমান ওঠানামাপর্যটকদের সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞাওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ১৫ বছরের অপেক্ষা ফুরালপ্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিএনপির সংলাপ
No icon

‘তুফান’ সিনেমায় শাকিবের নায়িকা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী

‘তুফান’ সিনেমায় রায়হান রাফীর পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান। এটি পুরনো খবর। তবে গত কয়েক মাস ধরে নানা জল্পনা-কল্পনা ছিল এ ছবিতে শাকিবের নায়িকা কে হচ্ছেন সেটা নিয়ে। কিন্তু অবশেষে জানা গেল ছবিটিতে শাকিবের নায়িকা হচ্ছেন দু’জন। একজন ‘আয়নাবাজি’খ্যাত নাবিলা। আর অন্যজন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিষয়টি নিশ্চিত করেন ‘তুফান’ পরিচালক রাফীও।  রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ, আলফা আই ও চরকি। গত বছর জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঘোষণা দেয়া হয় এই সিনেমার। মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনো কাজে কখনো বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেই সঙ্গে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যদিয়ে। সবমিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে। নাবিলা বলেন, ছবিটিতে কাজ করতে যাচ্ছি। এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সঙ্গে এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।