‘মিস ওয়ার্ল্ড ২০২৪’ হয়েছেন চেক প্রজাতন্ত্রের সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হয় মিস ওয়ার্ল্ডের ৭১ তম আসরের গ্র্যান্ড ফিনালে। এতে বিজয়ের মুকুট উঠে ক্রিস্টিনার মাথায়। প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন লেবাননের ইয়াসমিন। মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। সিএনএন জানিয়েছে, ২৩ বছর বয়সী ক্রিস্টিনা পিসকোভা একজন মডেল। পড়াশোনা করছেন আইন বিষয়ে।
এবারের আসরে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে সিনি শেঠি, নীলা।
১৯৯৬ সালে ভারতের বেঙ্গালুরুতে সর্বশেষ বসেছিল এই আসর। তারপর কেটে গেছে ২৮ বছর। কিন্তু ভারতে আর এই পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। প্রায় তিন দশক পর ভারতে অনুষ্ঠিত হলো নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করেন বলিউড নির্মাতা করন জোহর।