পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি শ্যাভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‌‍ ‘সেনাবাহিনী পদক’পেলেন সেনাপ্রধানভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশব্যয়ের সামর্থ্যে অভিভাবকদের প্রথম পছন্দ সরকারি স্কুল৩ দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
No icon

মনগড়া মতবাদ সমাজে শান্তি ও সম্মান দিতে পারবে না

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মসজিদে নববীকে কেন্দ্র করে মহানবী (সা.) যে সমাজ গড়ে তুলেছিলেন, সেই সমাজ ছিল বিশ্বের সবচেয়ে ভাল ও মর্যাদার। সেই সমাজ বাদ দিয়ে মনগড়া কোন মতবাদের গড়া সমাজ শান্তি ও সম্মান কোনটাই দিতে পারবে না।