‌‍ ‘সেনাবাহিনী পদক’পেলেন সেনাপ্রধানভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশব্যয়ের সামর্থ্যে অভিভাবকদের প্রথম পছন্দ সরকারি স্কুল৩ দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রীকেন্দ্রস্থল হয়ে উঠছে ঢাকার চারপাশ
No icon

কদমতলী পূর্ব থানার মেরাজ নগর মতবিনিময় সভা অনুষ্ঠিত

২১/১১/২০২৫ ইং রোজ শুক্রবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী পূর্ব থানার (৫৯ নং ওয়ার্ডের) উদ্যোগে মেরাজ নগর মাদ্রাসা রোডে এক মতবিনিময় সভা  ও ইসলামি সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
থানা সেক্রেটারি ডাঃরফিকুল আলম মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় অর্থসহ কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আতাউর রহমান,  অতিথি হিসেবে স্থানীয় দায়িত্ব শীলদের মধ্যে বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য জনাব মোঃবোরহান উদ্দিন জনাব মোঃইকবাল হোসেন, জনাব মোঃনূরুল ইসলাম মনির এবং জানাব মোঃএকাব্বর হোসেন। 
স্থানীয় দায়িত্ব শীলদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃমোঃইব্রাহিম এবং জানাব মোঃজামাল হোসেন।  বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আ ফ ম ইউসুফ , ইন্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান।   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সৈয়দ জয়নুল আবেদীন। সভাপতির বক্তব্য রাখেন ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও কদমতলী পূর্ব থানার আমির ইন্জিনিয়ার মোঃ জসিমউদদীন। 
প্রধান অতিথি তার বক্তব্যের পূর্বে অত্রএলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার কাছথেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং আগামি দিনে তিনি বিজয়ী হলে উল্লেখিত সমস্যা সমুহের সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে ঢাকা ৪ এর ৫৯ নং ওয়ার্ডে একটি কবরস্থান, খেলার মাঠ,ঈদগাহ ময়দান,পার্ক নির্মান,জলাবদ্ধতা দুরকরন,মাদক, সন্ত্রাশ,কিশোরগ্যাং নির্মুল,বেকার সমস্যা দুরকরন সহ  সমাজে শান্তি শৃংখলা  বজায় রাখা, চাঁদাবাজি বন্ধ করা।  এজন্য সবাই কে  আগামি নির্বাচনে ঐক্য বদ্ধভাবে আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং মানবিক বাংলাদেশ  প্রতিষ্ঠার জন্য দাড়িঁপাল্লা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।  পরে ইসলামি সংস্কৃতি অনুষ্ঠিত হয় এবং দর্শকরা আন্দের সাথে তা উপভোগ করেন।