এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে সিদ্ধান্ত আজজাতীয় নিরাপদ খাদ্য দিবস আজসিরিয়ায় আসাদের সম্প্রদায়ের গ্রামে হামলা, নারী-শিশুসহ নিহত ১০ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধআজ আখেরি মোনাজাত, ময়দানমুখী মুসল্লিদের ঢল
No icon

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ফের ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।দুর্ঘটনা এড়াতে শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ওই রুটে সকল ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশা কেটে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে।