এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে সিদ্ধান্ত আজজাতীয় নিরাপদ খাদ্য দিবস আজসিরিয়ায় আসাদের সম্প্রদায়ের গ্রামে হামলা, নারী-শিশুসহ নিহত ১০ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধআজ আখেরি মোনাজাত, ময়দানমুখী মুসল্লিদের ঢল
No icon

সিরিয়ায় আসাদের সম্প্রদায়ের গ্রামে হামলা, নারী-শিশুসহ নিহত ১০

সিরিয়ার হামা প্রদেশের আরঝাহ গ্রামে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আলাওইত সম্প্রদায়ের সদস্যরা রয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, একটি পর্যবেক্ষক সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবারের হামলায় আলাওইত সম্প্রদায়ের নাগরিকরা বাস করা উত্তরাঞ্চলীয় হামার আরঝাহ গ্রামে ১০ জন নিহত হয়েছে। হামলাকারীরা বাড়ির দরজায় টোকা দিয়ে মানুষের দিকে সাইলেন্সারযুক্ত পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যায়।সংস্থার প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, হামলার শিকারদের মধ্যে একটি শিশু ও এক বৃদ্ধা নারীও রয়েছেন।এ ছাড়া সিরিয়ার আল-ওয়াতান পত্রিকা হামার এক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আরঝাহ অঞ্চলের চারপাশ ঘেরাও করে হত্যাকারীদের ধরার চেষ্টা করছে। হামলায় সাবেক কর্মকর্তা ও সেনা সদস্যরা নিহতদের মধ্যে ছিলেন।একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, দুটি গাড়িতে সাতজন বন্দুকধারী গ্রামে প্রবেশ করে এবং অস্ত্র পরিদর্শনের অজুহাতে বাড়িগুলোতে হানা দেয়।হামলাকারীরা পুরুষদের বাড়ি থেকে বের করে এনে তাদের হাঁটু গেড়ে বসিয়ে ঠাণ্ডা মাথায় হত্যা করে। এরপর হামলাকারীরা পালিয়ে যায় এবং নিহতদের হামা ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর লাশগুলো দাফন করা হয়। বাশার আল-আসাদকে ডিসেম্বরের প্রথম দিকে উৎখাত করা সিরিয়ার নতুন শাসকরা আশ্বস্ত করার পরও আলাওইত সম্প্রদায়ের সদস্যরা প্রতিশোধের ভয় পায়।আসাদকে উৎখাতের পর থেকে আলাওইতদের বিরুদ্ধে সহিংসতা বেড়ে গেছে। অবজারভেটরি অন্তত ১৬২টি হত্যাকাণ্ডের খবর জানিয়েছে।