আজীবন সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী রুনা লায়লাএক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ কোটি টাকার বেশি৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ১৮ তীর্থযাত্রী নিহতজাকির খানকে সভাপতি করে জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন
No icon

বিচার সংস্কার ছাড়া এই নির্বাচন অর্থহীন হয়ে যাবে: নাহিদ ইসলাম

বাংলাদেশকে পুরোনো শাসনব্যবস্থায় ফেরত যেতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ লাগবে, নতুন বন্দোবস্ত লাগবে। কিন্তু এখন নানান শক্তি আবার চেষ্টা করছে পুরোনো সিস্টেমে দেশকে ফেরানোর। আমরা তা হতে দেব না।শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপারে আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে এক পথসভায় তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নামার সময় বহু মানুষ শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তিনি প্রশ্ন করেন,তাদের ত্যাগের বিনিময়ে কি আমরা আবার সেই পুরোনো ব্যর্থ রাষ্ট্রযন্ত্রে ফিরে যাব?

তিনি নতুন সংবিধান ও বিচারব্যবস্থার সংস্কারের মাধ্যমে আসল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি অর্জনের ডাক দেন। বলেন, আমরা আজো কর্মসংস্থান, অর্থনৈতিক স্বাধীনতা পাইনি। ডিজিটাল স্বাধীনতা বা মানবিক মর্যাদার দাবিতে তরুণেরা রাজপথে নেমেছিল।নির্বাচন প্রসঙ্গে এনসিপি নেতা বলেন,বিচার সংস্কার ছাড়া এই নির্বাচন অর্থহীন হয়ে যাবে। মানুষ সেই ভোটগ্রহণ মেনে নেবে না।পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম সচিব প্রীতম দাশসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।চা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রসঙ্গে তিনি বলেন, ভারতে যেখানে শ্রমিকেরা পান ৪২০ টাকা, শ্রীলঙ্কায় ৫৫০ টাকা, সেখানে বাংলাদেশে মাত্র ১৭৯ টাকা। এই বৈষম্য মেনে নেওয়া যায় না। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে চা-শ্রমিকদের অধিকার ও সন্তানের শিক্ষা নিশ্চিত হবে।

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার অভিযোগ তুলে নাহিদ বলেন, আমাদের আন্দোলনের নামে ওই ঘটনার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ ৩ আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম, এই লড়াই ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে।পদযাত্রা শেষে এনসিপির নেতারা মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে যান এবং মহসিন মিলনায়তনে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।সেখানে নাহিদ ইসলাম বলেন,গত ৫৪ বছর আমরা দেশটাকে গড়তে পারিনি। এবার সুযোগ এসেছে নতুন বাংলাদেশ গড়ার, যেখানে সকল জাতিসত্তার কণ্ঠস্বর থাকবে।/সভায় উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, খাসি, মণিপুরি ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।