নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারতবিদেশি বিনিয়োগে মন্দা কাটছেই নাপ্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিলআগামী সপ্তাহে বন্দি স্থানান্তর, আপাতত থাকবে ১০০ কয়েদিএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ বিষয়ক প্রজ্ঞাপন স্থগিত
No icon

জাকির খানকে সভাপতি করে জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানে কর্মরতদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’ গঠন করেছে সরকার। কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

রোববার (২৭ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী প্রজাতন্ত্রের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠনের কথা প্রজ্ঞাপনে জানানো হয়।

কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। পূর্ণকালীন সদস্য হিসেবে রয়েছেন— সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. মোসলেম উদ্দীন, এবং সাবেক রাষ্ট্রদূত মো. ফজলুল করিম।

এছাড়া, খণ্ডকালীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ জনেরও বেশি সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, নিয়ন্ত্রক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

উল্লেখযোগ্য নামের মধ্যে আছেন— সাবেক মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো হাবিবুর রহমান, বিআইডিএস মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক, এফবিসিসিআই সভাপতি প্রমুখ।