পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ আর নয়, বাধ্যতামূলক হচ্ছে জলছাপদেশে ফিরেছেন প্রধান উপদেষ্টাঢাকায় ফেরার পথেও স্বস্তিরাশিয়ার হামলায় ইউক্রেনে ৬ শিশুসহ নিহত ১৮জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার
No icon

প্রেম ছাড়া তো একজন মানুষ থাকতে পারে না :মন্দিরা চক্রবর্তী

গেল ঈদে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। এ সিনেমাতে আর তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা শরিফুল রাজ। এরইমধ্যে এই জুটির ব্যাপক প্রেম চর্চা চলছে নেটদুনিয়ায়। যদিও এই বিষয়টি অস্বীকার করেছেন মন্দিরা। তবে সেই গুঞ্জন না থামতেই এবার প্রেম করছেন বলে অকপটে স্বীকার করলেন এই অভিনেত্রী। ‘কাজলরেখা’ সিনেমার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় মন্দিরা। সম্প্রতি এ বিষয় নিয়ে মুখ খোলেন মন্দিরা। অভিনেত্রী জানান, প্রেম করছেন তিনি। তবে কার সঙ্গে প্রেম করছেন, সেটা সাংবাদিকেরা যেন খুঁজে বের করেন। সম্প্রতি  বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা অভিনেত্রী।

এ সময় মন্দিরা আরও বলেন, ‘বাস্তব জীবনে প্রেম আছে, প্রেম ছাড়া তো একজন মানুষ থাকতে পারে না। আমি মনে করি, প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি, প্রেম করা উচিত। প্রেম করলে মন ভালো থাকে, শরীরও ভালো থাকে। এখন বিয়ে করার কোনো ইনটেনশন একদম নেই, পরিবার থেকেও এখন প্রেশার নেই। এখন কাজে মনযোগ দিতে চাই।’এদিকে এর আগে রাজের সঙ্গে প্রেম প্রসঙ্গে মন্দিরা জানিয়েছিলেন, ‘আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি, সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না।’