ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতঢাকায় মৌসুমের প্রথম কালবৈশাখী, গরম কমেছে কিছুটাপাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ আর নয়, বাধ্যতামূলক হচ্ছে জলছাপদেশে ফিরেছেন প্রধান উপদেষ্টাঢাকায় ফেরার পথেও স্বস্তি
No icon

মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায় ৪৫ কোটি রুপিতে বাড়ি কিনলেন পূজা?

হিন্দি সিনেমায় খুব একটা সুবিধা করতে না পারলেও একের পর এক হিট সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন পূজা হেগড়ে। ‘রাধে শ্যাম’, ‘আলা বৈকুণ্ঠাপুরামুলো’, ‘সার্কাস’, ‘কিসি কা ভাই কিসি কি জান’–এর মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন এই দক্ষিণী অভিনেত্রী। These Beguiling Pictures of Pooja Hegde ...

তবে এবার অন্য কারণে আলোচনায় এসেছেন পূজা। আর তা হলো মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনে, যার বর্তমানমূল্য ৪৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা!

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পূজার নতুন এই বাড়ি মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায়। সেখানে থাকেন সালমান খানের মতো সুপারস্টাররা। পূজার বাড়িটি আরব সাগরের তীরে চার হাজার বর্গফুট জায়গায় নির্মিত। শিগগিরই এই নতুন বাড়িতে উঠবেন নায়িকা।Sexy in Saree, Pooja Hegde

পূজা হেগড়ের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাড়িটি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। সেজন্য এটা কিনেছেন পূজা। এ ছাড়া বাড়ির ভেতরের নকশায়ও রয়েছে আভিজাত্যের ছাপ।

প্রসঙ্গত, বর্তমানে ‘দেবা’ নামের একটি সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পূজা। রোশান অ্যান্ড্রুস নির্মিত সিনেমাটিতে পূজার বিপরীতে আছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। এ বছরের ১১ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।