পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ আর নয়, বাধ্যতামূলক হচ্ছে জলছাপদেশে ফিরেছেন প্রধান উপদেষ্টাঢাকায় ফেরার পথেও স্বস্তিরাশিয়ার হামলায় ইউক্রেনে ৬ শিশুসহ নিহত ১৮জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার
No icon

লাকী আখন্দের সুরে অন্যরকম ভালো লাগা

লাকী আখন্দের সুরে গান মানেই অন্যরকম ভালো লাগার আয়োজন। এবার প্রয়াত এই সুরকারের একটি গান প্রকাশ হচ্ছে। গানটি দ্বৈতভাবে গেয়েছেন পশ্চিম বাংলার রাঘব চ্যাটার্জি এবং বাংলাদেশের সাঈদা শম্পা। গীতিকবি গোলাম মোর্শেদ আশা ব্যক্ত করে জানান, দু’জন মিলেই গানটির আবেগের চাহিদাকে পুরোপুরি মিটিয়েছেন। ‘অন্তরের সুখ তুমি’ শিরোনামের গানটি প্রকাশ হচ্ছে গান জানালার ইউটিউব চ্যানেলে।