
ঈদে মুক্তি পেতে যাচ্ছে গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনীত দুটি সিনেমা। একটি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ এবং অপরটি ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’। বাবু বলেন, ‘ওমর’ সিনেমার গল্প একেবারেই অন্যরকম। চরিত্রটি নিয়ে এখনই বলতে চাই না। সবকিছুতে নতুনত্ব আছে। ‘মেঘনা কন্যা’ও ভিন্নধর্মী সিনেমা। ভালো লাগবে দর্শকদের।