পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ আর নয়, বাধ্যতামূলক হচ্ছে জলছাপদেশে ফিরেছেন প্রধান উপদেষ্টাঢাকায় ফেরার পথেও স্বস্তিরাশিয়ার হামলায় ইউক্রেনে ৬ শিশুসহ নিহত ১৮জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার
No icon

নতুন গল্প নিয়ে পর্দায় আসতে যাচ্ছে ফেলুদা

আবারো নতুন গল্প নিয়ে পর্দায় আসতে যাচ্ছে ফেলুদা। সত্যজিৎ রায়ের লেখা ‘নয়ন রহস্য’ গল্পের দুই চরিত্র সুনীল তরফদার এবং জ্যোতিষ্ক। সন্দীপ রায়ের পরিচালনায় গল্পের এই চরিত্রগুলোকে দেখা যাবে বড় পর্দায়। যেখানে ফেলুদা হিসেবে আবারো ধরা দিবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। আর তোপসের চরিত্রে দেখা যাবে আয়ুষ দাসকে। সিনেমাটির নাম গল্পের নামের সঙ্গে মিলিয়ে ‘নয়ন রহস্য’ই রাখা হয়েছে।