অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকেআজ মহান মে দিবসআওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ সর্বজনীন পেনশনের নিবন্ধন এক লাখ ছাড়াল
No icon

লাগাতার হুমকির মুখে রাইমা

তারকাদের নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিং নতুন ঘটনা নয়। সময়ের সঙ্গে কেউ কেউ বিষয়টার সঙ্গে নিজেকে মানিয়েও নেন। তবে এবার বেনজির ঘটনার সাক্ষী থাকলেন টালিউড অভিনেত্রী রাইমা সেন। বাড়ির ল্যান্ডলাইন ফোনে লাগাতার অভিনেত্রীকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। কিন্তু কেন? ‘মা কালী’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন সুচিত্রা সেনের নাতনি রাইমা। ছবির প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক হিংসা। ইতিহাসে যা ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। Raima sen, female, bollywood, actress, HD wallpaper | Peakpx

এরই মধ্যে ছবির একাধিক পোস্টার প্রকাশ্যে এসেছে। জানা গেছে, তার পর থেকেই নাকি অভিনেত্রীর কলকাতার বাড়ির ল্যান্ডলাইন ফোনে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি লাগাতার ফোন করে অভিনেত্রীকে হুমকি দিচ্ছেন। লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে। তার আগে ‘মা কালী’ ছবিটিকে ‘প্রোপাগান্ডা ছবি’ হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই কি এই হুমকি? উঠছে প্রশ্ন।

বর্তমানে রাইমা মুম্বাইয়ে রয়েছেন। হুমকির বিষয়টির সত্যতা স্বীকার করে ভারতের আনন্দবাজার অনলাইনকে রাইমা সেন বলেন, ‘আমি অবাক! এ রকমও যে হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে।’ রাইমার মতে, যে ভাষায় হুমকি দেওয়া হচ্ছে, তা মুখে প্রকাশ করা বা ছাপার অযোগ্য। তবে অভিনেত্রী জানালেন, ‘সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে রাজি হলেন?’ বা ‘আপনাকে কলকাতাতেই তো থাকতে হবে!’

এই ধরনের বাক্য ফোনের ওপার থেকে ধেয়ে এসেছে। উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিন। রাইমা বললেন, ‘আমি বাইরে। মা-বাবা বাড়িতে একা থাকেন। স্বাভাবিকভাবেই ওরা একটু চিন্তিত। তবে বাবা আমায় বিষয়টাকে পাত্তা দিতে নিষেধ করেছেন।’

রাইমার মতে, ছবি না দেখে আগে থেকে কোনো কিছু অনুমান করে নেওয়া উচিত নয়। তার কথায়, ‘শিল্পীর কাজ যেকোনো চরিত্রে সাবলীল অভিনয় করা। ভালো চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। এখন অহেতুক বিষয়টা জটিলতার দিকে বাঁক নিচ্ছে। ‘আপাতত ছবির টিজ়ার ও ট্রেলার প্রকাশের জন্য কয়েক দিন একটু সময় নিচ্ছি। কিন্তু যদি এই ভাবে হেনস্তা চলতেই থাকে, তাহলে তখন অভিযোগ জানাতেই হবে।’