পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ আর নয়, বাধ্যতামূলক হচ্ছে জলছাপদেশে ফিরেছেন প্রধান উপদেষ্টাঢাকায় ফেরার পথেও স্বস্তিরাশিয়ার হামলায় ইউক্রেনে ৬ শিশুসহ নিহত ১৮জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার
No icon

কনসার্টে দৌড়ে এসে জাপটে ধরে তাকে চুমু খান

অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট মানেই ম্যাজিক। তার সুরে মুগ্ধ হয়ে যান শ্রোতারা। এক কনসার্টে গান গাইছিলেন অরিজিৎ। এমন সময় এক ভক্ত দৌড়ে এসে জাপটে ধরে তাকে চুমু খান। ভক্তের এমন কাণ্ডে থমকে যান গায়ক। থামিয়ে দেন গান। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  বলিউডে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’,‘টাইগার ৩’ যাই হোক বিগ বাজেট ছবি মানেই অরিজিৎ সিংয়ের কণ্ঠ। তার কণ্ঠের ওপর ভরসা রেখেছেন শাহরুখ-সালমান দু’জনই।