আমরা তোমাদের মানবতা ভুলব না: ইউসুফ রামাদান রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষসাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী কারাগারেসংস্কার নিয়ে এবি পার্টির সঙ্গে আগামীকাল আলোচনা: ঐকমত্য কমিশনগাজায় গণহত্যার প্রতিবাদে ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত আজ
No icon

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক

‘মিতিন মাসি’ সিরিজের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। জানা যায়, হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন তিনি। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করেন। সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’। যেখানে মিতিন মাসি চরিত্রে অভিনয় করছেন কোয়েল।