১৫ বছর পর বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবনিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসায় ইহুদিদের প্রার্থনাযুক্তরাষ্ট্রের চাপের মুখে পিছু হটবে না ইরান : আব্বাস আরাগচিঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ গ্রেপ্তারনতুন রাজনৈতিক দল আ-আমজনতার পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান
No icon

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক

‘মিতিন মাসি’ সিরিজের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। জানা যায়, হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন তিনি। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করেন। সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’। যেখানে মিতিন মাসি চরিত্রে অভিনয় করছেন কোয়েল।