
ভারতে শনিবার রাতে কেউ পার্টি করতে ভালোবাসেন, কেউ চুটিয়ে আড্ডা দিতে। কারও আবার সুস্বাদু খাবার চাই। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর শনিবার আবার অন্যরকম। গানে গানেই কাটে তাদের এ দিন। গত শনিবারও গিটার হাতে বসে পড়েছিলেন পরমব্রত। পাশে ছিলেন পিয়া। স্বামীর গিটারের সুরে সুর মিলিয়েই গান ধরেন পিয়া। আমি কান পেতে রই এই গানেই মুগ্ধ করলেন তিনি। ভিডিও শেয়ার করে পরমব্রত লিখলেন, ঠিক এমনই আমাদের শনিবারের রাত।