পর্যটকদের সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞাওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ১৫ বছরের অপেক্ষা ফুরালপ্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিএনপির সংলাপবাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট, আজ শুনানিসারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি
No icon

সোনার কেক কেটে জন্মদিন পালন করলেন উর্বশী রাউতেলা

নিজের ছবি হিট না হলেও সব সময় আলোচনায় থাকেন বলিউড তারকা উর্বশী রাউতেলা । তিনি এবার ৩০ বছরে পা রাখলেন । এবারের জন্মদিনে এই মডেল-অভিনেত্রী কাটলেন ২৪ ক্যারেট খাঁটি সোনার কেক। এ সময় তাঁর পাশে ছিলেন জনপ্রিয় ব়্যাপার হানি সিং। সোনার কেকের প্রথম টুকরো গায়কের মুখেই তুলে দিলেন বার্থ ডে গার্ল। ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, বর্তমানে হানি সিংয়ের সঙ্গে একটি মিজজিক ভিডিও অ্যালবামে কাজ করছেন উর্বষী। চলছে এরই শুটিং।

গত বছর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখতে গিয়ে ২৪ ক্যারেট সোনার বিলাসবহুল আইফোন হারিয়েছিলেন উর্বশী। এমনকি, মাঝে ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নিজের নাম জড়াতে চেয়ে বিতর্কেও পড়েছিলেন উর্বশী। ২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন উত্তরাখণ্ডের মেয়ে উর্বশী রাউতেলা। ২০১৩ সালে ‌‘সিং সাহাব দ্য গ্রেট’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন তিনি। এরপর ‘সনম রে’, ‘হেট স্টোরি ৪’, ‘ভার্জিন ভানুপ্রিয়া’র মতো সিনেমায় অভিনয় করলেও সাফল্য পাননি।