
এনবিআর বিলুপ্ত করে জারি করা রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল ও পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ ছাড়াও অংশীজনদের সঙ্গে আলোচনা করে রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এই তিন দাবি জানানো হয়।দাবি আদায়ে এনবিআরের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এই ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। এই সংগঠনের ব্যানারেই দাবি আদায়ে তিন দিনের কলম বিরতি পালন করছেন এনবিআরের সর্বস্তরের কর্মকর্তারা। এতে স্থবির হয়ে পড়েছে এনবিআরের কার্যক্রম। বিভিন্ন ভ্যাট ও ট্যাক্স অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।উপ-কর কমিশনার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত কমিশনার সিফাত ই মরিয়ম ও ডেপুটি কমিশনার (কাস্টমস) নিনুপ চাকমা ব্রিফিংয়ে উপস্থিতি ছিলেন। এ সময় তারা বলেন, আমরা এনবিআর সংস্কারের বিপক্ষে না। তবে রাতের আঁধারে পরামর্শক কমিটির প্রতিবেদন
জনসম্মুখে প্রকাশ না করে তা পরিবর্তন করে অধ্যাদেশ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবারও (১৭ মে) কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে যদি দাবি আদায় না হয় তবে সেদিন আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।তিনটি প্রধান দাবি: সংগঠনটির প্রধান তিনটি দাবি হচ্ছে- প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা। পরামর্শক কমিটির প্রতিবেদন এবং অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাগুলো, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সব অংশীজনের মতামত নিয়ে সমন্বিত, অংশগ্রহণমূলক ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করা।
৫ জরুরি বিষয়: এ ছাড়া তারা আরও ৫টি বিষয়ে চেয়েছেন। এর মধ্যে রয়েছে- ১. দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা, ২. হয়রানিমুক্ত, সেবাধর্মী ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থা, ৩. রাজস্ব প্রশাসনের পূর্ণাঙ্গ অটোমেশন কার্যকরভাবে বাস্তবায়ন, ৪. মানবসম্পদ ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে টেকসই ও পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিতকরণ এবং ৫. গবেষণা ও পরিসংখ্যান উইংসহ জাতীয় রাজন্ব বোর্ডের বিশেষায়িত উইংগুলোর কাঠামোগত ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করা।কলম বিরতি, কথিত সমন্বয়ক: এদিকে দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনে গড়িয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতি কর্মসূচি। সারাদেশে সফলভাবে আন্দোলনের পর পূর্বঘোষিত সময় অনুযায়ী বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের আগে এনবিআর ভবনে দেখা গেছে সমন্বয়কদের আনাগোনা। শান্তিপূর্ণ এই আন্দোলনের আগে কথিত এসব সমন্বয়কদের দিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করানোর চেষ্টা হয়েছে। এর আগে সাত দিনের মধ্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের গ্রেপ্তার, বিচার ও অপসারণের দাবি তুলে সংবাদ সম্মেলন করেছিল ফ্যাসিবাদবিরোধী জনতা। তবে আন্দোলনকে থামিয়ে দিতে কথিত এ সমন্বয়কদের ভাড়া করে আনার অভিযোগ করেছে ঐক্য পরিষদ।