তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধআদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ডদিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করেছেন সাবেক সিইসি নূরুল হুদাপ্রতি ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম কমলো ৩৯ টাকা৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি
No icon

৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।আজ বুধবার দুপুরে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।