এলপি গ্যাসের দাম আরও কমেছে৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস', থাকবে সাধারণ ছুটিসাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতারশ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশটেস্ট ড্রাইভের কথা বলে দামি গাড়ি নিয়ে চম্পট
No icon

টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আজ বুধবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে সকাল সাড়ে ৭টার দিকে বলা হয়, ভোর ৫টার দিকে টিকাটুলির মামুন প্লাজায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।