
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ দুই ভাগে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ও ১৯ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।এই সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে লিটন দাসের। অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।বাংলাদেশ সিরিজটি খেলতে দুই ধাপে ঢাকা ছাড়বে আজ বুধবার। প্রথম ধাপে যাবে সকালে এবং দ্বিতীয় ধাপের ক্রিকেটাররা যাবেন সন্ধ্যায়।সফরে দলের টার্গেট সিরিজ জয় বলেন টাইগার অধিনায়ক লিটন, প্রত্যেকটা আন্তর্জাতিক খেলোয়াড়ই চায় পারফর্ম করতে। প্রত্যেকটা বাংলাদেশের অধিনায়কই চায় দল জিতুক। আমিও ব্যতিক্রম কিছু নয়। আমি চাই আমার হাত ধরেই বড় কিছু হোক। আমার অধিনায়কত্বে আমরা সিরিজ জিততে পারি, লক্ষ্য একটাই।বাংলাদেশ টি-টোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।