সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উদ্যানের মুক্ত মঞ্চের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম।নিহতের সহপাঠীর বরাত দিয়ে তিনি জানান, গতকাল রাতে শাহরিয়ার মোটরসাইকেলে করে মুক্ত মঞ্চের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে সেখানে মারামারি ঘটনা ঘটে এবং ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।বিষয়টি তদন্তাধীন রয়েছে জানিয়ে এসআই কালাম বলেন, শুনেছি, এ ঘটনায় আহত রয়েছে। তবে আমি এখনো দেখিনি।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।