অনুপ্রবেশ লাখ ছাড়িয়েছে!সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা, বেসরকারি পাসও বাতিলহজ কোটা এবারও পূরণ হচ্ছে নাসংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে: ড. ইউনূসদেশসেরা ব্র্যান্ডসমূহকে পুরস্কৃত করল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম
No icon

১০ উইকেটে জিতল পাকিস্তান

আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে উড়ে গিয়েছিল পাকিস্তান। তিন ওয়ানডে সিরিজের বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে ডিএলএস পদ্ধতিতে  তারা হেরেছিল ৮০ রানে। জিম্বাবুয়ের ২০৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২১ ওভারে ৬ উইকেটে ৬০ রান করেছিল মোহাম্মদ রিজওয়ানের দল।

বুলাওয়েতেই আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা গেছে উল্টো দৃশ্য। জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা, ৩২.৩ ওভারে অলআউট হয়েছেন ১৪৫ রানে। কোনো উইকেট না হারিয়ে ১৯০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে পাকিস্তান।

জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। বিশেষ করে লেগ স্পিনার আবরার আহমেদ ও অফ স্পিনার আগা সালমান। দুজনে মিলে নিয়েছেন ৭ উইকেট। আবরার ৮ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন ৩৩ রান দিয়ে। সালমান ৭ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট অন্য দুই স্পিনার সাইম আইয়ুব ও ফয়সাল আকরাম। 

৬ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে, রানআউট হয়ে ফেরেন তাদিওয়ানাশে মারুমানি। এরপর ২৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ডিওন মায়ার্স ও অধিনায়ক ক্রেইগ আরভিন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ৩৮ রান তোলার পর আউট হয়ে ফেরেন মায়ার্স। দলের ৬৮ রানে ফেরেন আরভিনও। শেষ ৬ উইকেট জিম্বাবুয়ে হারিয়েছে ৪৮ রানের মধ্যে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব, করেন ৬২ বলে ১৭ চার ও ৩ ছয়ে অপরাজিত ১১৩ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারেই এটি সাইমের প্রথম সেঞ্চুরি। দেখেশুনে খেলে আবদুল্লাহ শফিক অপরাজিত ছিলেন ৪৮ বলে ৩২ রান করে।