বাধ্যতামূলক অবসর এনবিআরের দুই শীর্ষ কর্মকর্তাকে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরাউড়ে গেল বাসের ছাদ, তবু ১০ কিলোমিটার চালিয়ে গেলেন চালকগজারিয়ায় রডবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজটএকাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ
No icon

আমার সম্পত্তি যেভাবে ক্রোক করা হয়েছে, সেটাকে স্বাভাবিক না: সাকিব আল হাসান

ক্রিকেটার ছাড়াও সাকিব আল হাসানের আরও পরিচয় আছে। রাজনীতিতে সংশ্লিষ্টতার পাশাপাশি তিনি ব্যবসায়ীও। গত বছর আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাকিব দেশে আসতে পারেননি। তাঁর নামে বেশ কিছু মামলাও হয়েছে। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন সাকিব।

ক্রিকেটের বাইরে বাংলাদেশে সাকিব কী কী ব্যবসার সঙ্গে জড়িত, তা জানাতে গিয়ে তিনি সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্রিকেট ছাড়া অন্য বিষয়ে তেমন মনোযোগ দিতে পারিনি, স্বাভাবিকভাবেই ব্যবসা ও লাভেও মনোযোগ ছিল না। আমি দুটি ব্যবসার সঙ্গে জড়িত; একটি আমার কাঁকড়ার খামার, আরেকটি শেয়ারবাজারের ব্যবসা।’