আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে ২ জুন দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানপ্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজদূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬ষ্ঠ
No icon

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। আট দলের এই টুর্নামেন্টে অংশ নিতে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদশকে। পাকিস্তানে গতকাল শুরু হয়েছে এই বাছাই পর্ব। ছয় দলের প্রতিযোগিতায় আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন নিগার সুলতানা, ফারজানা হকরা।ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশের মেয়েরা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে।সেই হিসাবে পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত চারটি জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিজেদের তুলনায় দুর্বল হওয়ায় জয় ভিন্ন কোনো ভাবনা নেই নিগারদের। তবে ওয়ানডেতে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে সাতবার।সেখানে শতভাগ জয়ের রেকর্ড নিগারদের দখলে।এই টুর্নামেন্টে নামার আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা। আজ থাইল্যান্ডের বিপক্ষে একই ধারাবাহিকতা ধরে রাখতে চান মেয়েরা।