বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতের জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার চেয়ারম্যান হয়ে আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে এ কীর্তি গড়লেন তিনি।
এ মুহূর্তে বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা জয় আইসিসির দায়িত্ব পালন শুরু করবেন ১ ডিসেম্বর। ফলে জয় চলে গেলে বিসিসিআইয়ের সেক্রেটারির পদটি শূন্য হয়ে যাবে।