বোতলের ছিপিটা খুলে দিয়েছেন মুমিনুল হক। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাকিস্তান সফররত জাতীয় দলের এই ব্যাটসম্যান সোজাসাপটা বলে দিয়েছেন, সাকিব আল হাসানকে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে। এরপর ক্রিকেটার এনামুল হক বিজয়, রুবেল হোসেনও সাকিবের পাশে থাকার কথা জানিয়েছেন ফেসবুক পোস্টে।