‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯০ শতাংশই দুর্নীতির দিকে’এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ২৮ অক্টোবরের পর নয়াপল্টনে আজ প্রথম সমাবেশ করবে বিএনপিদেশের ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাসআবারও রাজপথে আ’লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
No icon

৫৬ রানেই অলআউট আফগানিস্তান

টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ৫৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে রশিদ খানের দল। মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ডার্ক হর্স আফগানিস্তান। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক তারকা ক্রিকেটাররা আফগানিস্তানকে একটি শক্তিশালী দল হিসেবে বিবেচনা করছেন। তার প্রমাণও দেখিয়েছে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানরা। মাত্র ৭৫ রানে কেইন উইলিয়ামসনের দলকে অলআউট করে ৮৪ রানের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে তারা। এরপর অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। সবশেষে বাংলাদেশের বিপক্ষেও জয় পায়।বড় দলগুলোকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন যখন দেখছিল তখনই ছন্দপতন ঘটল তাদের। মাত্র ১১.৫ ওভারেই ইনিংস গুটিয়ে যায়। এই ম্যাচ দুটি রেকর্ড গড়লো। এক দিকে এটি টি-টোয়েন্টিতে আফগানদের ইতিহাসে সর্বনিম্ন রান। অন্যদিকে বিশ্বকাপের সেমিফাইনালেও সবচেয়ে কম রানের বেকর্ড।ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার বোলার রাবাদা-নরকিয়া-জেনসেনদের তোপের মুখে পড়েন রশিদ খানরা। দারুণ ছন্দে থাকা গুরবাজকে প্রথম ওভারেই আউট করেন মার্কো জেনসেন। তৃতীয় ওভারে এসে সাজঘরে ফেরান নাইবকে।শুধুমাত্র একজন ব্যাটসম্যান ওমারজাই (১০) দুই অঙ্কের খাতায় রান তুলতে পেরেছেন। মাত্র দুই রানে আউট হয়েছেন চারজন ব্যাটসম্যান।৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তাবরাইজ শামসি। ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন মার্কো জেনসেন। আর দুটি করে উইকেট পেয়েছেন নরকিয়া ও রাবাদা।