নাসার প্রধান বিজ্ঞানী বরখাস্তসাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসমনপুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫নারী প্রকল্প কর্মকর্তাকে চেয়ার ছুড়ে মারা যুবদল নেতা মুহাম্মদ শহীদুল ইসলাম গ্রেপ্তার জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
No icon

সংবিধান ছাড়া বাকি সংস্কার দ্রুত করার আহবান নাহিদের

সংবিধান সংক্রান্ত বিষয় ছাড়া বাকি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি বলেন, আগামী নির্বাচন ও একই সাথে গণপরিষদের নির্বাচন করা সম্ভব। এর মাধ্যমে একটা নতুন সংবিধান এবং নতুন করে গণতন্ত্রের পথে আমরা যেতে পারবো। সকল কিছুই দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব ।মঙ্গলবার ঢাকার একটি হোটেলে বিশিষ্ট নাগরিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতারে এ কথা বলেন নাহিদ।তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর মধ্যে নীতিগত বিরোধ থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে সেই ঐক্যের জায়গা থেকে কখনোই যেন আমরা সরে না যাই ।আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ বলেন, ফ্যাসিবাদী দোসর যারা ছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলের প্রত্যাশা। সেই কার্যক্রম আমরা দ্রুত দেখতে চাই। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই ।সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম চালাচ্ছেনে তাদের প্রস্তাবিত জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই। আমরা সবার জায়গা থেকে সকলেই সহযোগিতা করবো ।আগামী নির্বাচনের আগে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ ঘটাতে সরকারের প্রতি আহবান জানান নাহিদ ইসলাম।তিনি বলেন, নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ ও আমলাতন্ত্র, মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন। তাই তাদের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।