তপশিল ঘোষণামাত্র ২ উপদেষ্টার পদত্যাগ কার্যকরজাতীয় সংসদ ও গণভোটের তপশিল আজখালেদা জিয়াকে সিসিইউতে রেখে সর্বোচ্চ চিকিৎসাসচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদশেখ হাসিনা নি কৃ ষ্ট শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে: সাদিক কায়েম
No icon

নাসার প্রধান বিজ্ঞানী বরখাস্ত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী জলবায়ু পরিবর্তন গবেষণাকে দুর্বল করার প্রশাসনিক পদক্ষেপের ধারাবাহিকতায় নাসা মঙ্গলবার তার প্রধান বিজ্ঞানী ও অন্য আরো কয়েকজনকে বরখাস্তের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়। 

এই পদক্ষেপ কেবল ২৩ জনের ওপর কার্যকর হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে আরো কর্মী ছাঁটাই করা হবে বলে একজন মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন।