ঢাকা ও আশপাশের এলাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রাবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫৫ আগস্ট ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবেঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালসগাজায় একদিনে নিহত আরও ১৩৪ ফিলিস্তিনি, প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার
No icon

চিকিৎসার রাতেই সিঙ্গাপুর থেকে আসছেন ডাক্তার-নার্সরা: সায়েদুর রহমান

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানিয়েছেন, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আজ রাতেই ডাক্তার ও নার্সরা ঢাকায় আসছেন।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, তারা ঢাকায় এসে সবকিছু পর্যালোচনা করবেন এবং এরপর কাউকে বিদেশে চিকিৎসার জন্য তারা সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নিবে। সায়েদুর রহমান আরো বলেন, আহতদের ২জনকে কেবিনে পাঠানো হয়েছে। ১০ জন শঙ্কামুক্ত। বাকি ৩০জনের মধ্যে ১০জন আশঙ্কাজনক। সব হাসপাতালে ভর্তি আছে ৬৯জন। 

এদিকে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। আইএসপিআর-এর দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।